ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এমপি-মন্ত্রীর বাড়ি ভেঙে শহীদদের জন্য নতুন দাবি হান্নান মাসউদের

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১২:০২:২০
এমপি-মন্ত্রীর বাড়ি ভেঙে শহীদদের জন্য নতুন দাবি হান্নান মাসউদের

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনাসহ আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের বাড়ি ভেঙে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের জন্য ভবন নির্মাণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে হান্নান মাসউদ লেখেন, "খুনি হাসিনাসহ সকল ভোটচোর ফ্যাসিস্ট এমপি-মন্ত্রীর আবাস ভেঙে সেখানে ভবন করে প্রতিটি শহীদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেয়া এখন সময়ের দাবি।"

এর কিছুক্ষণ পরেই তিনি আরও এক স্ট্যাটাসে বলেন, "এটা এই প্রজন্মের ক্ষোভ। বাপকে বেইচা মানুষকে গুম-খুন করার ক্ষোভ। চোখের সামনে তাদের ভাই-বোনদের রক্ত ঝরানোর ক্ষোভ। এটা যে কোনো স্বৈরাচারের-অত্যাচারীর জন্যে বড় শিক্ষা হয়ে থাকবে। যদিও কেউ-ই ইতিহাস থেকে শিক্ষা নেয় না।"

এদিকে বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় ফেসবুকে একটি স্ট্যাটাসে সমন্বয়ক সারজিস আলম লিখেছেন, "আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট!"

এছাড়া ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাচ্ছুমও একই রকম স্ট্যাটাস দেন। হাসনাত লিখেছেন, "ঐক্যবদ্ধ বাংলাদেশ," আর নুসরাত লিখেছেন, "৯টা বলে ৮টায় শুরু করার ধিক্কার জানাই! হায়রে মানোস!"

সমন্বয়ক রিফাত রশিদ তাঁর স্ট্যাটাসে বলেন, "আওয়ামী মুজিববাদী ফ্যাসিবাদের কেবলা ধানমন্ডি ৩২ গুড়িয়ে দেয়ার জন্য সারাদেশের মানুষ জাতীয় ঐক্যমতে পৌঁছেছে এবং রাস্তায় নেমে এসেছে।"

এর আগে, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগ দেওয়ার ঘোষণা দিলে, প্রতিবাদস্বরূপ ৫ ফেব্রুয়ারি রাতে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচি ঘোষণা করা হয়। এই কর্মসূচি অনুযায়ী রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্রজনতা ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ করে এবং স্লোগান দিয়ে বাড়িটিতে ভাঙচুর শুরু করে।

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে