ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫
Sharenews24

ধানমন্ডি ৩২-তে ‘জয় বাংলা’ স্লোগান, তোপের মুখে নারী-পুরুষ

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১১:৪৬:২৮
ধানমন্ডি ৩২-তে ‘জয় বাংলা’ স্লোগান, তোপের মুখে নারী-পুরুষ

নিজস্ব প্রতিবেদক : ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সামনের অংশ গুঁড়িয়ে দেওয়ার পর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে আবারও সেখানে ভাঙচুর শুরু হয়। এক্সকেভেটর দিয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙতে থাকেন।

এদিকে, বেলা ১১টার দিকে একটি পুরুষ ও নারী সেখানে উপস্থিত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এসময় তারা বিক্ষুব্ধ ছাত্র-জনতার তোপের মুখে পড়েন। দ্রুত তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এই পরিস্থিতি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির অংশ হিসেবে ঘটে, যা ফেসবুকে ঘোষিত হয়েছিল। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হওয়া বিক্ষোভ রাত ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে আগুন দিয়ে সশস্ত্র হামলা চালানো হয়। এর পর ক্রেন নিয়ে বাড়িটি ভাঙার চেষ্টা শুরু হলেও তা সফল না হওয়ায় এক্সকেভেটর আনা হয়। রাত সোয়া ১১টার দিকে এই ভাঙচুর অভিযান শুরু হয়।

এসময়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পূর্বঘোষিত অনলাইন ভাষণের জেরে উত্তেজনা সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা ঘোষণা দেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের পর ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে