ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

নিষিদ্ধ ছাত্রলীগ নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

২০২৫ জানুয়ারি ৩১ ১৫:৩৪:৩৩
নিষিদ্ধ ছাত্রলীগ নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, যদি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ফেব্রুয়ারিতে কোনো প্রোগ্রাম আয়োজনের চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার, অমর একুশে বইমেলা উপলক্ষে নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা এবং গত সরকারের সময়ে সহিংসতার ঘটনাগুলোর সাথে জড়িত সন্দেহভাজনদের নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া, বইমেলায় উস্কানিমূলক বই বিক্রি নিয়ে তারা বাংলা একাডেমির সঙ্গে সমন্বয় করছে।

তিনি ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি এবং আন্দোলনের কারণে জনগণের ভোগান্তি নিয়েও কথা বলেন। বইমেলা ও আন্দোলনগুলোর মধ্যেও ট্রাফিক নিয়ন্ত্রণে ডিএমপি পুরোপুরি প্রস্তুত থাকবে বলে তিনি জানিয়েছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে