ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

সেনা অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে ভারতীয় সংবাদে তোলপাড়, যা বললেন প্রেস উইং

২০২৫ জানুয়ারি ৩১ ১৫:২৬:৫৯
সেনা অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে ভারতীয় সংবাদে তোলপাড়, যা বললেন প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে ভারতীয় সংবাদপত্র আনন্দবাজারের প্রকাশিত প্রতিবেদনটি ভিত্তিহীন বলে জানিয়ে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং। ৩১ জানুয়ারি, শুক্রবার, প্রেস উইং তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে এই মন্তব্য প্রকাশ করে।

পোস্টে বলা হয়, আনন্দবাজার পত্রিকা যে সংবাদ প্রকাশ করেছে তা একেবারেই ভিত্তিহীন এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই। বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে প্রচারিত সংবাদ সম্পূর্ণ বানোয়াট এবং কোনো প্রমাণের ভিত্তিতে নয়।

এছাড়া, আনন্দবাজারের প্রতিবেদনে দেশের অভ্যন্তরে বিভাজন সৃষ্টি এবং বাংলাদেশের জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানকে অপমানিত করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়। ভারতীয় গণমাধ্যমের এই ধরনের সংবাদ পরিবেশনকে বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা ক্ষুণ্ন করার প্রচারণা হিসেবে চিহ্নিত করা হয়।

গত ৩০ জানুয়ারি আনন্দবাজার পত্রিকা ‘সেনা অভ্যুত্থান ঢাকায়? নজর দিল্লির’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে ধারণা করা হয় যে, বাংলাদেশে সেনাবাহিনীর কিছু অংশ ক্ষমতা দখলের জন্য সক্রিয় হতে পারে এবং ভারতের পক্ষ থেকে এটি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়।

প্রেস উইং স্পষ্ট করে জানায়, আনন্দবাজার পত্রিকার সংবাদ সম্পূর্ণরূপে মিথ্যা এবং এটি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়কে ভুলভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে রচিত।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে