ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ভারত-পাকিস্তান নির্ভরতার সমালোচনায় তারেক রহমান

২০২৫ জানুয়ারি ৩০ ২২:২৬:৪৩
ভারত-পাকিস্তান নির্ভরতার সমালোচনায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বিদেশি শিল্পীদের প্রতি নির্ভরতা এবং দেশি শিল্পীদের উদাসীনতার সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ৩১ দফা সংস্কার প্রস্তাবের ওপর চার জেলার প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ ব্যাপারে কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেন, "বিগত দিনে আমরা দেখে এসেছি, যেকোনো আয়োজনের জন্য দিল্লি থেকে শিল্পী আসতো এবং ৫ আগস্টের পর দেখা গেছে, এখন ইসলামাবাদ থেকেও শিল্পী আসছে। কিন্তু দেশি শিল্পীদের কোনো গুরুত্বই দেয়া হচ্ছে না।"

তিনি আরো জানান, জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত একটি কনসার্টে রাহাত ফতেহ আলী খান বিনা পারিশ্রমিকে গান গেয়েছেন, যা বিপিএলের অনুষ্ঠানে পারিশ্রমিক নেয়ার বিষয়ের হালকা প্রভাব ফেলে।

বাংলাদেশের সংস্কৃতি প্রসঙ্গে নিজেদের দলের প্রতিশ্রুতি তুলে ধরতে গিয়ে তারেক রহমান বলেন, "এই প্রেক্ষাপটে, গত ১৬ ডিসেম্বর আমার উদ্যোগে 'সবার আগে বাংলাদেশ' শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয় যেখানে দেশি শিল্পীদের প্রাধান্য দেয়া হয়।"

এক কর্মীর প্রশ্নের জবাবে তিনি দেশের সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন এবং দেশি শিল্পীদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর