ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ধর্ম উপদেষ্টার অনুষ্ঠানে নারী সাংবাদিককে প্রবেশে বাধা

২০২৫ জানুয়ারি ৩০ ১৭:৩২:১২
ধর্ম উপদেষ্টার অনুষ্ঠানে নারী সাংবাদিককে প্রবেশে বাধা

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় কওমী উদ্যোক্তাদের আয়োজিত এক অনুষ্ঠানে এক নারী সাংবাদিককে প্রবেশে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। বুধবার, চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত 'কওমী উদ্যোক্তা সম্মেলন ২০২৫' অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ইউএনবির সাংবাদিক এমি জান্নাত জানায়, তিনি সংবাদ সংগ্রহের জন্য ওই অনুষ্ঠানে যান, কিন্তু নিরাপত্তাকর্মীরা তাকে জানায়, "মেয়েদের প্রবেশ করতে দেওয়া হবে না"। এমি জান্নাত এর পর তার অফিসকে অবহিত করেন এবং ফেসবুকে এই ঘটনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন, যা দ্রুত আলোচনায় আসে।

এ ঘটনায় 'কওমী উদ্যোক্তা' পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে ধর্ম উপদেষ্টার কোনও দায় নেই বলে জানানো হয়। ধর্ম উপদেষ্টা হোসেন বলেন, তিনি জানতেন না যে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া হয়েছে। অনুষ্ঠানে তিনি ইতিবাচক মানসিকতা নিয়ে অংশ নিয়েছিলেন।

এদিকে, কওমী উদ্যোক্তাদের পক্ষ থেকে রোকন রাইয়ান জানিয়েছেন, এটি একটি ভুল ছিল এবং তারা বিশ্বাস করেন না যে তাদের অনুষ্ঠানে নারী সাংবাদিকদের বাধা দেয়া হবে। তবে, তিনি এ ঘটনার জন্য দায় স্বীকার করেন এবং এটিকে একটি 'মিসটেক' হিসেবে উল্লেখ করেন।

এই ঘটনায় ধর্ম উপদেষ্টা এবং আয়োজকদের বক্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে, তবে এটি স্পষ্ট যে এটি একটি অপ্রত্যাশিত ভুল ছিল, যা নারী সাংবাদিকদের জন্য অসম্মানজনক ছিল।

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে