ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নিজাম হাজারীকে ভারতে আটকের বিষয়ে যা জানা গেল

২০২৫ জানুয়ারি ৩০ ১১:৩৪:৪৮
নিজাম হাজারীকে ভারতে আটকের বিষয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে যে, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক হয়েছেন। তবে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট রিউমর স্ক্যানার এর অনুসন্ধানে জানা গেছে, এই দাবি পুরোপুরি ভিত্তিহীন এবং ভুয়া।

রিউমর স্ক্যানার জানায়, ৮ জানুয়ারি ফেসবুকে একটি পোস্ট করা হয়েছিল, যেখানে দাবি করা হয় যে, নিজাম হাজারী ভারতে আটক হয়েছেন। তবে ওই পোস্টে কোনো তথ্যসূত্রের উল্লেখ ছিল না। আরও নিশ্চিত হতে, পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "এমন কোনো গ্রেপ্তারের বিষয়ে তার জানা নেই।"

এছাড়া, দেশের কিছু মূলধারার সংবাদ মাধ্যমে নিজাম হাজারীর আটকের বিষয়ে ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের বক্তব্য পাওয়া গেছে। তিনি জানান, "নিজাম হাজারীর নামে ৮টি হত্যা মামলাসহ ৯টি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ উঠেছে। তাকে গ্রেপ্তারের জন্য সব ধরনের চেষ্টা চলছে।" তবে তিনি ৬ আগস্টের পর থেকে নিজাম হাজারীর গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য পাননি।

অতএব, যদিও নিজাম হাজারীর গ্রেপ্তারের দাবিটি ভুয়া বলে নিশ্চিত হয়েছে, তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি। তবে গত ১২ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ফরিদ মানিককে আটক করা হয়েছিল।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে