ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

বিদ্যুৎ নিয়ে দুঃসংবাদ

২০২৫ জানুয়ারি ২৯ ১৮:১৮:৫৩
বিদ্যুৎ নিয়ে দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: আগামী মার্চে সেচ মৌসুম এবং রমজান মাসের শুরুতে গরমের পাশাপাশি বিদ্যুতের চাহিদা অনেক বাড়বে। কিন্তু এরই মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে সরকারের প্রায় ৪৫ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানির পাওনা প্রায় ৩৮ হাজার কোটি টাকা এবং গ্যাস ও এলএনজি সরবরাহকারী কোম্পানির পাওনা ৭ হাজার কোটি টাকা।

বিদ্যুৎ ও জ্বালানির বকেয়া পরিশোধে সরকারকে দেশি-বিদেশি কম্পানিগুলোর চাপ বেড়ে যাচ্ছে। ১৯ জানুয়ারি আদানি গ্রুপ বিদ্যুৎ বিল পরিশোধে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) নতুন সময় বেঁধে চিঠি দিয়েছে। আগামী জুনের মধ্যে বকেয়া পরিশোধের জন্য চিঠিতে বলা হয়েছে। এছাড়া, গত সপ্তাহে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীরা জানুয়ারির মধ্যে অন্তত বকেয়া পাওনার অর্ধেক পরিশোধ করতে সরকারের কাছে অনুরোধ জানায়।

বিদ্যুৎ বিভাগের সচিব ফারহানা মমতাজের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীরা সতর্ক করে দিয়েছে যে, জানুয়ারির মধ্যে বকেয়া পরিশোধ না হলে গ্রীষ্মে বিদ্যুৎ উৎপাদন বাধাগ্রস্ত হতে পারে।

এদিকে, সরকার ১ হাজার কোটি টাকা বিপিডিবি থেকে পাওনা পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে দিয়েছে। তবে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর এবং কয়লা সরবরাহকারীদের পাওনা যথেষ্ট বেশি হওয়ায় এটি নগণ্য হয়ে পড়ছে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলা করতে সরকারের কাছে জরুরি পদক্ষেপের দাবি বেড়ে যাচ্ছে, কারণ গ্রীষ্মকালীন বিদ্যুৎ চাহিদা প্রায় দ্বিগুণ হতে পারে এবং বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের ঘাটতি সৃষ্টি হতে পারে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে