ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ইভ্যালির মালিক দম্পতির কারাদণ্ড

২০২৫ জানুয়ারি ২৯ ১৬:৫৮:০১
ইভ্যালির মালিক দম্পতির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার দায়ে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র বুধবার (২৯ জানুয়ারি) এই রায় ঘোষণা করেন। এ ছাড়া, তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়েছে; অর্থ না দিলে আরও দুই মাসের কারাদণ্ডে ভোগ করতে হবে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালে ইভ্যালি থেকে বাইক অর্ডার দিয়ে টাকা পরিশোধ করা তৌফিক মাহমুদকে বাইক না পাওয়ায় শামীমা নাসরিন ও রাসেলের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ইভ্যালি কর্তৃপক্ষ বাইক সরবরাহ করতে ব্যর্থ হলে ক্ষতিপূরণের দাবি তোলেন তিনি। দণ্ডিতদের পলাতক অবস্থায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে