ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দুদক-এর নজরে হাসিনা কন্যার সূচনা ফাউন্ডেশন: অনিয়মের অভিযোগ

২০২৫ জানুয়ারি ২৯ ১৬:২৬:৪২
দুদক-এর নজরে হাসিনা কন্যার সূচনা ফাউন্ডেশন: অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন (দুদক) বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার ধানমন্ডিতে অবস্থিত সূচনা ফাউন্ডেশনে অভিযান চালিয়েছে। এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, যিনি তার প্রতিষ্ঠানে ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূচনা ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী এবং অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়, যার লক্ষ্য মানসিক প্রতিবন্ধিতা, স্নায়ুবিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে কাজ করা। তবে, প্রতিষ্ঠানটি নিয়ে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে, যা দুদক তদন্ত করছে।

এছাড়াও, ২৫ নভেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব অবরুদ্ধ করে দেয়, যেখানে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে প্রতিষ্ঠানটির লেনদেন স্থগিত রাখা হয়।

এর আগেই, ১২ জানুয়ারি দুদক সায়মা ওয়াজেদ পুতুল, তার মা শেখ হাসিনা, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ ১৬ জনের বিরুদ্ধে পূর্বাচলে অবৈধভাবে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলা দায়ের করে।

এছাড়া, গত ১৪ জানুয়ারি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং রাজউক কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্লট গ্রহণের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।

এই সব অভিযানের মাধ্যমে সরকারের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ কার্যক্রমের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে