ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন সেবা নিয়ে সুখবর দিল বিআরটিএ

২০২৫ জানুয়ারি ২৯ ১২:৩০:৫৮
ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন সেবা নিয়ে সুখবর দিল বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) বিভিন্ন সেবার মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র জরিমানা ছাড়াই নবায়নের সময় আবারও বাড়ানো হয়েছে। এর ফলে গ্রাহকরা গাড়ির ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য জরিমানা ছাড়া আরো এক মাস সময় পাচ্ছেন।

গত রবিবার (২৬ জানুয়ারি) বিআরটিএর সংস্থাপন শাখার সহকারী সচিব মো. জসিম উদ্দিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।এতে বলা হয়, জরিমানা ব্যতিত মূল কর ও ফি জমা প্রদান করে সব প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন, অগ্রিম আয়কর, রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শেষবারের মতো বৃদ্ধি করা হলো।

এটি অবিলম্বে জনস্বার্থে কার্যকর হবে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে