ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

ওবায়দুল কাদেরের গ্রেপ্তারের খবর নিয়ে যা জানা গেল

২০২৫ জানুয়ারি ২৭ ১৭:৪৩:২২
ওবায়দুল কাদেরের গ্রেপ্তারের খবর নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয় যে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই খবরটি একেবারে মিথ্যা এবং গুজব বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার তাদের অনুসন্ধানে জানতে পেরেছে, ওবায়দুল কাদেরের গ্রেপ্তার হওয়া সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবিটি প্রচারিত হচ্ছে, তা সত্য নয়। প্রতিষ্ঠানটি তাদের অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বিশ্বস্ত কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এই দাবির সপক্ষে কোনো তথ্য পায়নি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, হাসিনা সরকারের পতনের পর থেকে ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও, বর্তমানে তিনি কোথায় আছেন, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, সরকারের পতনের পর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা গণমাধ্যমে বিবৃতি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিলেও, ওবায়দুল কাদেরকে এ পর্যন্ত কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

অতএব, রিউমর স্ক্যানার সাফ জানিয়ে দিয়েছে যে, এই খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং ওবায়দুল কাদেরের গ্রেপ্তারের দাবিতে সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্যের কোনো ভিত্তি নেই।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে