ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

দুজনেই কারাগারে, কাঠগড়ায় স্বামীকে দেখে আপ্লুত রুপা

২০২৫ জানুয়ারি ২৭ ১৪:৩৪:৩৩
দুজনেই কারাগারে, কাঠগড়ায় স্বামীকে দেখে আপ্লুত রুপা

নিজস্ব প্রতিবেদক: ফারজানা রুপা ও তার স্বামী শাকিল আহমেদ, যারা একাত্তর টিভির সাংবাদিক, সম্প্রতি একটি আদালতের শুনানিতে হাজির হন। তাদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি মামলার তদন্ত চলছে, এবং দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে, তাদেরকে যথাক্রমে কাশিমপুর কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালতে আনা হয়।

আদালতে হাজির হওয়ার পর, প্রথমে একে অপরকে আলাদা সেলে রাখা হয়েছিল। কিছুক্ষণের মধ্যে রুপা ও শাকিলকে একই এজলাসে আনা হয়। কাঠগড়ায় উঠার পর, রুপা তার স্বামীকে খুঁজতে থাকেন এবং কিছু সময় পরে শাকিলকে দেখা যায়। পরবর্তীতে তারা একে অপরকে দেখে আবেগপ্রবণ হয়ে ওঠেন। কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের মধ্যে অনেক কথা হয় এবং তারা হাসিমুখে কথা বলতে থাকেন।

এরপর রুপা আদালতের কাছে জামিনের আবেদন করেন এবং বলেন, "আমার ছোট্ট শিশু সন্তান আছে। আমি আর আমার স্বামী দুজনেই কারাগারে। ৬ মাস হয়ে গেছে। আমাকে জামিন দিন। আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চাই।" তবে, আদালত তাদের জামিনের আবেদন গ্রহণ করেনি এবং গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। এরপর, কঠোর নিরাপত্তায় তাদেরকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

এ ঘটনা সাংবাদিক দম্পতির জন্য একটি আবেগময় মুহূর্ত হিসেবে পরিণত হয়, যেখানে তারা দীর্ঘ সময় কারাগারে থাকার পর নিজেদের ব্যক্তিগত জীবন ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে