ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

২০২৫ জানুয়ারি ২৭ ১২:৫৭:৩৫
তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ দিনে তাপমাত্রার পারদ বাড়তে পারে। তবে বর্ধিত ৫ দিনের মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেছেন, আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। এই সময়ের মধ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা অব্যাহত থাকবে। বিশেষ করে আগামী মঙ্গল ও বুধবারের মধ্যরাত থেকে সকাল পযর্ন্ত দেশের নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে।

তিনি জানান, সিরাজগঞ্জ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে। এর মধ্যে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বিশেষ করে বুধবার রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সেই সাথে দিনের তাপমাত্রাও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আজ সোমবার সকালে দিনাজপুরে দেশের সর্বনিম্ন ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, অপরদিকে ঢাকা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস।

এই পরিস্থিতিতে, বর্ধিত ৫ দিনের প্রথম দিকে উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে