ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাংলাদেশে সেনা শাসনের বিষয়ে স্পষ্ট মন্তব্য করলেন মাহফুজ আলম

২০২৫ জানুয়ারি ২৫ ১৮:৩১:৪৩
বাংলাদেশে সেনা শাসনের বিষয়ে স্পষ্ট মন্তব্য করলেন মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সেনা শাসনের কোনো সম্ভাবনা নেই এবং দিল্লির আশ্রয়ে যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইবে, তাদের প্রতিহত করা হবে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মাহফুজ আলম আরও বলেন, "বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে আমাদের বিরোধ নেই, তবে যারা দিল্লির পক্ষ থেকে আমাদের দেশের ভিতরে হস্তক্ষেপ করবে, তাদের বিরোধিতা করা হবে।" তিনি চাঁদপুরে এক সভায় আরও জানান, আওয়ামী লীগের পুনর্বাসন দেশের মাটিতে কোনোভাবেই সম্ভব নয় এবং শেখ হাসিনার ধ্বংস করা প্রতিষ্ঠানগুলোর সংস্কারের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

মাহফুজ আলম বলেন, "নূন্যতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে, তাই সংস্কার কমিশনের পরামর্শ নিয়ে সেগুলো আগে সংস্কার করা হবে।"

কেএইচ/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে