ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

আরিচা-কাজিরহাট নদীপথে ঝুঁকি এড়াতে ফেরি চলাচল স্থগিত

২০২৫ জানুয়ারি ২৪ ২২:২৭:৪৭
আরিচা-কাজিরহাট নদীপথে ঝুঁকি এড়াতে ফেরি চলাচল স্থগিত

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশার তীব্রতার কারণে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে পড়ায় নৌপথে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানিয়েছেন, শুক্রবার রাত ৮টার পর থেকেই নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। ফলে ফেরি চলাচলে বাধা সৃষ্টি হতে থাকে। রাত ১০টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।

তিনি আরও বলেন, কুয়াশার কারণে চ্যানেলের গুরুত্বপূর্ণ মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে গেছে, যা ফেরি চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আরিচা ঘাটে ফেরি চিত্রা ১০টি ট্রাক নিয়ে লোড অবস্থায় রয়েছে। অন্যদিকে ধানসিঁড়ি ও হামিদুর নামের দুটি ফেরি ২ নম্বর ঘাটে অপেক্ষমাণ আছে। শাহ আলী নামের ফেরি ৩ নম্বর ঘাটে অবস্থান করছে। এছাড়া, কাজিরহাট প্রান্তে কিষাণী ও খানজাহান আলী নামের দুটি ফেরি অবস্থান করছে।

নৌপথে কুয়াশাজনিত সমস্যাগুলো শীতকালে প্রায়ই দেখা দেয়। এই পরিস্থিতিতে যাত্রীদের দুর্ভোগ বাড়লেও নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছে কর্তৃপক্ষ। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে বলে জানা গেছে।

এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে খাপ খাইয়ে চলার পাশাপাশি নৌপথের নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান দায়িত্ব। যাত্রী এবং পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে এমন পরিস্থিতিতে সময়মতো সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত প্রয়োজন।

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে