ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

সাপ্তাহিক দাম বৃদ্ধির নেতৃত্বে ‘এ’ ক্যাটাগরির দুই শেয়ার

২০২৪ ডিসেম্বর ২১ ১৪:১৭:৪৪
সাপ্তাহিক দাম বৃদ্ধির নেতৃত্বে ‘এ’ ক্যাটাগরির দুই শেয়ার

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৫-১৯ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বৃদ্ধির শীর্ষ তালিকার নেতৃত্বে উঠে এসেছে ‘এ’ ক্যাটাগরির দুই কোম্পানির শেয়ার। যেগুলো হলো-ওরিয়ন ইনফিউশন ও অ্যাসোসিয়েটেড অক্সিজেন। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটির মধ্যে সপ্তাহের ব্যবধানে ওরিয়ন ইনফিউশনের শেয়ার দাম বেড়েছে ২৪.২৩ শতাংশ এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১৮.৫৪ শতাংশ।

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ওরিয়ন ইনফিউশনের উদ্বোধনী দাম ছিল ৩২০ টাকা ২০ পয়সা। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার শেয়ারটির ক্লোজিং দাম হয়েছে ৩৯৭ টাকা ৮০ পয়সা। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দাম বেড়েছে ৭৭ টাকা ৬০ পয়সা বা ২৪.২৩ শতাংশ।

অন্যদিকে, সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার অ্যাসোসিয়েটেড অক্সিজেনের উদ্বোধনী দাম ছিল ১৫ টাকা ১০ পয়সা। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার শেয়ারটির ক্লোজিং দাম হয়েছে ১৭ টাকা ৯০ পয়সা। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দাম বেড়েছে ২টাকা ৮০ পয়সা বা ১৮.৫৪ শতাংশ।

৩০ জুন, ২০২৪ অর্থবছরে ওরিয়ন ইনফিউশন বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিয়েছে ১২ শতাংশ ক্যাশ। আর অ্যাসোসিয়েটেড অক্সিজেন বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিয়েছে ১ শতাংশ ক্যাশ।

বিদায়ী সপ্তাহে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ‘এ’ ক্যাটাগরির আরও চার কোম্পানির শেয়ার উঠে এসেছে। কোম্পানিগুলো হলো-বিকন ফার্মা, একমি ল্যাবরেটরিজ, বিএসসি ও জেমিনী সী ফুড। কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মার দাম বেড়েছে ১৫.৫৮ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ১১.৬৭ শতাংশ, বিএসসির ১১.৩৯ শতাংশ ও জেমিনী সী ফুডের ১১.১৮ শতাংশ।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে