ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

সাত বছর পর সমাবেশে অংশ নেবেন খালেদা জিয়া

২০২৪ ডিসেম্বর ১৫ ১১:১৫:১৯
সাত বছর পর সমাবেশে অংশ নেবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রায় সাত বছর পর এটি তার প্রথম সমাবেশে অংশগ্রহণ হবে।

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবেশটি আয়োজন করছে মুক্তিযোদ্ধা দল, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা এবং বক্তব্য রাখার জন্য খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির সূত্র জানায়, এই সমাবেশের আগে ১৪ ডিসেম্বর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। তারা খালেদা জিয়াকে সমাবেশে অংশ নিতে আমন্ত্রণ জানান এবং তিনি প্রাথমিকভাবে এতে অংশগ্রহণের সম্মতি দিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আল্লাহ যদি ম্যাডামকে সুস্থ রাখেন, তবে তিনি সমাবেশে উপস্থিত হবেন।

বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী শেয়ারনিউজকে বলেন, শেখ হাসিনা প্রতিহিংসার বশবর্তী হয়ে মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জনগণ থেকে দুরে সরিয়ে রেখেছেন। দীর্ঘ ৭ বছর পর এই সমাবেশের মাধ্যমেদেশনেত্রী জনগণের মাঝে আবার ফিরে আসবেন।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া ২০১৭ সালের ১২ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সর্বশেষ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুদকের মামলায় কারাগারে যাওয়ার আগে তিনি সংবাদ সম্মেলন করেছিলেন। এরপর করোনাভাইরাস মহামারির মধ্যে ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়, তবে তাকে রাজনীতি ও বিদেশে যেতে নিষেধ করা হয়।

দীর্ঘ সময় গৃহবন্দি থাকার পর, খালেদা জিয়া বর্তমানে শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দলের সমাবেশে সরাসরি অংশগ্রহণ করবেন।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে