ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার কারসাজির দায়ে ২ জনকে জরিমানা

২০২৪ ডিসেম্বর ০৫ ২১:০৮:৩১
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার কারসাজির দায়ে ২ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেনে কারসাজির দায়ে মাহফুজা আক্তার ও দেওয়ান সালেহিন মাহমুদকে মোট ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ নভেম্বর ২০২৩ তারিখ হতে ১৯ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে মাহফুজা আক্তারকে ১০ লাখ এবং দেওয়ান সালেহিন মাহমুদকে ৪০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই অর্থদন্ড ব্যক্তিগত দায় হিসেবে পরিশোধ করতে হবে মর্মেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়া, উক্ত কমিশন সভায় সম্মন্বিত গ্রাহক অ্যাকাউন্টে ঘাটতির (যা পরবর্তীতে পুরণ হয়েছে) কারণে এএনডাব্লিউ সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

তারিক/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে