ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
Sharenews24

উত্থান শেয়ারবাজারেও দুই শতাধিক কোম্পানির দর পতন

২০২৪ ডিসেম্বর ০৪ ১৫:৩০:৫২
উত্থান শেয়ারবাজারেও দুই শতাধিক কোম্পানির দর পতন

নিজস্ব প্রতিবেদক : আইসিবির ঋণে সুদ হার কমানোর খবরে মঙ্গলবারের মতো বুধবারও (৪ ডিসেম্বর) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে উত্থান হলেও টাকার পরিমাণে লেনদেন কমেছে। একই সাথে বিনিয়োগকারীরা ৩৮৮ কোটি টাকার বাজার মূলধন হারিয়েছে।

শেয়ারবাজার স্থিতিশীলতায় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) সভরেন গ্যারান্টির বিপরীতে ৩ হাজার কোটি টাকা ঋণে সুদ হার প্রথমে ১০ শতাংশ নির্ধারণ করলেও প্রতিষ্ঠানটির আবেদনের প্রেক্ষিতে এই হার ৪ শতাংশে নামিয়ে আনে কেন্দ্রীয় ব্যাংক। এই খবরেই মঙ্গলবার বাজার ইতিবাচক প্রবণতায় লেনদেন হয়।

মঙ্গলবারের ইতিবাচক প্রবণতার ধারবাহিকতা বুধবার সকাল থেকে দেখা যায় শেয়ারবাজারে। সূচকের উত্থানে শুরু হয় লেনদেন। উত্থানেই চলতে থাকে লেনদেন। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৬৫ পয়েন্টে উঠে যায়। তবে এরপর থেকে নিচের দিকে নামতে থাকে বাজার। শেষ পর্যন্ত ইতিবাচক প্রবণতা বজায় থাকে শেয়ারবাজারে।

বাজার বিশ্লেষকরা বলছেন, আইসিবির ঋণ প্রান্তিতে বিনিয়োগকারীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আনাগোনা বেড়ে যাওয়ায় বাজার কিছুটা হলেও ইতিবাচক হয়েছে। আইসিবির ঋণের অর্থ যখন শেয়ারবাজারে বিনিয়োগে আসবে তখন বাজারে ইতিবাচক প্রবণতা আরো বাড়বে।

বুধবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ২.২৯ পয়েন্ট কমে ১ হাজার ১৭২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬.৭১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৪৭৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫১২ কোটি ৪৮ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ৩৫ কোটি ৯৭ লাখ টাকার বা ৭ শতাংশ।

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩৯টির বা ৩৫.২৮ শতাংশের, কমেছে ২০৬টির বা ৫২.২৮ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৪৯টির বা ১২.৪৩ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৪টির, কমেছে ১১১টির এবং পরিবর্তন হয়নি ২২টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪ হাজার ৬৪৫ পয়েন্টে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে