ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশের হয়ে খেলতে সাকিবের ৩ শর্ত

২০২৪ নভেম্বর ৩০ ১৮:১৪:১৩
বাংলাদেশের হয়ে খেলতে সাকিবের ৩ শর্ত

ক্রীড়া প্রতিবেদক : শুধুমাত্র একদিনের ক্রিকেট বাদে জাতীয় দলের হয়ে দুই ফরম্যাট থেকে ইতোমধ্যে অবসর নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আলোচনা চলছে জাতীয় দলের চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজের দলে সাকিবকে রাখা না রাখা নিয়ে। এরই মধ্যেই পাওয়া গেল নতুন খবর।

দেশের একটি সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তিনটি শর্ত দিয়েছেন সাকিব।

শর্তগুলো হলো– তার ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করা, দেশের মাটিতে খেলার নিশ্চয়তা এবং নির্বিঘ্নে দেশে আগমন এবং দেশত্যাগের গ্যারান্টি।

এখন দেখার বিষয় বিসিবি এসব শর্ত মেনে তাকে উইন্ডিজ সিরিজের দলে রাখবে কিনা।

তবে সাকিবের তিন শর্তের কোনোটাই কার্যত বিসিবির এখতিয়ারভুক্ত নয়। সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এটি বাংলাদেশ ব্যাংকের একটি সংস্থা। বিসিবির সঙ্গে এর কোনোই সম্পর্ক নেই।

সাকিবের বাকি দুই শর্তের ব্যাপারে বিসিবি সর্বোচ্চ সরকারকে অনুরোধ জানাতে পারে। তবে সেসবেরও নিশ্চয়তা দেওয়ার এখতিয়ার বা সুযোগ বিসিবির নেই।

তাই এসব শর্ত বিসিবির মেনে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মত সংশ্লিষ্টদের।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে