ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
Sharenews24

গুরুত্বপূর্ণ দুই পদ হারালেন ‘মহাজন’ খ্যাত ডেপুটি গভর্নর নুরুন নাহার

২০২৪ নভেম্বর ৩০ ১৪:২৯:২৮
গুরুত্বপূর্ণ দুই পদ হারালেন ‘মহাজন’ খ্যাত ডেপুটি গভর্নর নুরুন নাহার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ দুই পদ- হিউম্যান রিসোর্স এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের দায়িত্ব পালন করছিলেন আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থাটির ডেপুটি গভর্নর-১ নুরুন নাহার। ‘মহাজন’ খ্যাত উর্ধ্বতন এই কর্মকর্তাকে কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ এই দুই পদ থেকে এবার সরিয়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ওই দুটি গুরুত্বপূর্ণ পদ থেকে নুরুন নাহারকে সরিয়ে দেয়া হয় বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কয়েকটি পদে রদবদল করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ডেপুটি গভর্নরদের দায়িত্ব ভাগ করে দেন। তখন ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমানের স্থলাভিষিক্ত হন ডেপুটি গভর্নর-২ নুরুন নাহার।

এরপর এক পর্যায়ে নুরুন নাহারের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় ব্যাংকে অভ্যন্তরে নজিরবিহীন বিক্ষোভ করেন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। এখনো তার পদত্যাগের দাবিতে কর্মকর্তারা বিক্ষোভ সমাবেশ অব্যাহত রেখেছেন।

বর্তমানে দুটি গুরুত্বপূর্ণ পদ হারানোর পরে যেসব বিভাগে নুরুন নাহার দায়িত্ব পালন করবেন, সেগুলো হলো-এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট, কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ১, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ২, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, টাকা জাদুঘর বিভাগ, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগ।

নতুন করে যুক্ত হয়েছে ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বিভাগ ও ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজম্যান্ট বিভাগ।

পলাশ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে