ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মত বিনিময় সভা

২০২৪ নভেম্বর ২৮ ১৪:৫৫:৩৯
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়শেন, যুক্তরাজ্য শাখার একটি প্রতিনিধিদল এক মত বিনিময় সভা আজ সিনেট ভবনের ডুয়া ফ্লোরে অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় ডুয়া আহ্বায়ক কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানি এবং সদস্য আবদুস সাত্তার মিয়াজী, বাইজীদ বোস্তামী (দপ্তর) ও মো. তহা উপস্থিত ছিলেন।

অপরদিকে, যুক্তরাজ্য ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়শেনের নির্বাহী কমিটির সভাপতি ড. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, অ্যালামনাই ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ড. সিরাজুল হক চৌধুরী এবং ট্রাস্টি কমিটির সদস্য ও নির্বাহী কমিটির জয়েন্ট সেক্রেটারি মিনারা সুলতানা উপস্থিত ছিলেন। সভায় যুক্তরাজ্য অ্যালামনাই শাখাকে আরও সম্প্রসারণ ও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া, কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিশ্ববিদ্যালয়ভিত্তিক উন্নয়ন কর্মকান্ডে যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে কার্যকরভাবে সম্পৃক্ত করা যায়, সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ বিষয়ে শামসুজ্জামান দুদু বলেন, বিদেশস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শাখাগুলোকে কার্যকর ও গতিশীল করার বিষয়ে কেন্দ্রীয় অ্যালামনাইর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে