ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

রেকর্ড গড়ে আইরিশদের হারাল বাংলাদেশের মেয়েরা

২০২৪ নভেম্বর ২৭ ১৫:৫৭:২১
রেকর্ড গড়ে আইরিশদের হারাল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ নারী ক্রিকেট দলের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে রেকর্ড গড়া জয় এসেছে। সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকে ১৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। ফলে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।

এদিন টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশের মেয়েরা নির্ধারিত ৫০ ওভারে ৪ তোলে ২৫২ রান। দেড় বছর পর ফিরে শারমিন আক্তার সুপ্তা সর্বোচ্চ ৯৬ রান করেন ৮৯ বলে ১৪ চার হাঁকিয়ে। এটি তার ক্যারিয়ার সেরা ইনিংস। বাংলাদেশ নারী দলের পক্ষেই কোনো ব্যাটারের ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ এটি।

এছাড়া ফারজানা হক পিঙ্কি ৬১, মুরশিদা খাতুন ৩৮ ও নিগার সুলতানা জ্যোতি ২৮ রান করেন। অফস্পিনার ফ্রেয়া সারজেন্ট ২ উইকেট নেন। বাংলাদেশের এটি ওয়ানডেতে সবচেয়ে বড় সংগ্রহ। এর আগে গত বছর ইস্ট লন্ডনে ৩ উইকেটে ২৫০ রান করে বাংলাদেশের মেয়েরা। সেটিই ছিল সর্বোচ্চ।

জবাব দিতে নেমে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ২৮.৫ ওভারে গুটিয়ে যায় ৯৮ রানে। ওপেনার সারা ফোর্বস ৫১ বলে ৩ চারে সর্বোচ্চ ২৫ রান করেন। এছাড়া লরা ডেলানি ৩৮ বলে ২ চারে ২২ রান করেন।

অফস্পিনার সুলতানা খাতুন ক্যারিয়ারসেরা বোলিং করে ৮.৫ ওভারে ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া পেসার মারুফা আক্তার ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ২টি করে উইকেট নেন।

এটি বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। এর আগে বেলফাস্টে ৯৬ রানে অলআউট হয় তারা।

১৫৪ রানের বিশাল জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেটি গত বছর ইস্ট লন্ডনে ১১৯ রানের ব্যবধানে।

তারিক/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে