ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য পাবে ১০ লাখ পোশাক শ্রমিক

২০২৪ নভেম্বর ২৭ ১১:০৩:১৯
সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য পাবে ১০ লাখ পোশাক শ্রমিক

নিজস্ব প্রতিবেদক : ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিজিএমইএ’র আওতাভুক্ত ১০ লাখ পোশাক শ্রমিকদের সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, মসুর ডাল, চিনি ও চাল দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

এই কার্যক্রম চালাতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় একটি প্রস্তাব নিয়ে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার (২৭ নভেম্বর) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই সভা হবে। সভায় প্রস্তাবটির নীতিগত অনুমোদন মিললে টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া, সাভারসহ ঢাকার আশপাশের পোশাক কারখানার শ্রমিকদের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।

জানা গেছে, এই ১০ লাখ শ্রমিকদের কাছে চিনি, ভোজ্যতেল ও মসুর ডাল বিক্রি বাবদ মাসিক সম্ভাব্য ব্যয় হবে ৩১ কোটি ৩৬ লাখ টাকা। আর প্রতি মাসে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে প্রায় ৫ হাজার টন চালের প্রয়োজন হবে।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বর্তমানে টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে নির্ধারিত পণ্য বিক্রি করা হচ্ছে। পাশাপাশি খাদ্য অধিদপ্তরের মাধ্যমে পাওয়া ৫ কেজি চাল বিক্রি হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয় করতে পারছেন।

তিনি বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের ডিও’র ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া, সাভারসহ ঢাকার কাছে গার্মেন্টস শ্রমিকদের মাঝে টিসিবির নির্ধারিত পণ্যগুলো ভর্তুকি মূল্যে বিক্রির সিদ্ধান্ত হয়।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে