ঢাকা, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
Sharenews24

হিজবুল্লাহ’র সঙ্গে সমঝোতায় ৩ শর্ত ইসরায়েলের

২০২৪ নভেম্বর ১৯ ১২:৪৭:১১
হিজবুল্লাহ’র সঙ্গে সমঝোতায় ৩ শর্ত ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সমঝোতার জন্য ৩টি শর্তের রূপরেখা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে এ কথা বলা হয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু হিজবুল্লাহকে ইসরায়েলের উত্তর সীমান্ত দূরে সরে যেতে, সিরিয়া থেকে অস্ত্র সরবরাহের লাইন বন্ধ করতে এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামারিক বাহিনীকে অবাধে কাজ করার স্বাধীনতা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

নেতানিয়াহু চলমান সংঘাতের ‘সাতটি ফ্রন্ট’- গাজা, পশ্চিম তীর, লেবানন, ইয়েমেন, ইরান, ইরাক এবং সিরিয়া- সবগুলোর নেপথ্যে ইরান রয়েছে অভিযোগ করেছেন।

হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা হামলার অবসান ঘটাতে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র তেল আবিব এবং বৈরুতের মধ্যে মধ্যস্থতা করছে।

এস/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে