ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
Sharenews24

প্রধান উপদেষ্টার সব কাজে বাধা হয়ে দাঁড়িয়েছেন রাষ্ট্রপতি: অলি আহমদ

২০২৪ নভেম্বর ০৭ ১৬:২১:১১
প্রধান উপদেষ্টার সব কাজে বাধা হয়ে দাঁড়িয়েছেন রাষ্ট্রপতি: অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক : লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সব কাজে বাধা হয়ে দাঁড়িয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাই এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অপসারণ অপরিহার্য হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে এলডিপি কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

অলি আহমদ বলেন, একটি রাজনৈতিক দল পারলে কালই ক্ষমতায় বসতে চায়। ক্ষমতায় আসলে আত্মীয়-স্বজন পরিচয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবে তারা।

এলডিপি সভাপতি বলেন, রাষ্ট্রপতি হচ্ছেন শেখ হাসিনার মাথা, তাই এটাই সরকারের জন্য বড় বাধা। রাষ্ট্রপতিকে অপসারণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি অভিযোগ করেন, সনাতন ধর্মের লোকদের নিয়ে রাস্তায় নামছে আওয়ামী লীগ। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকায় তারা আবার কথা বলা শুরু করেছে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে