ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বিএসইসি চেয়ারম্যানকে ‘সিনিয়র সচিব’ পদমর্যাদা প্রদান

২০২৪ নভেম্বর ০৫ ০৯:৪১:৫০
বিএসইসি চেয়ারম্যানকে ‘সিনিয়র সচিব’ পদমর্যাদা প্রদান

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে ‘সিনিয়র সচিব’ পদমর্যাদা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে কর্মকালীন সময় পর্যন্ত সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করায় আমরা গর্বিত। তার দক্ষ নেতৃত্বে বিজ্ঞ কমিশন আগামীতে শেয়ারবাজার সংস্কার কার্যক্রম সম্পন্ন করবে বলে আমরা প্রত্যাশা করি। শেয়ারবাজারকে বিশ্বমানের অবস্থানে নিয়ে যেতে যেসব পলিসি সাপোর্ট দরকার, তা নিয়ে কমিশন আগামীতে কাজ করবে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে