ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

কর হার কমানোর খবরে আলোতে ফিরেছে শেয়ারবাজার

২০২৪ নভেম্বর ০৪ ১৫:৩৯:৩৫
কর হার কমানোর খবরে আলোতে ফিরেছে শেয়ারবাজার

কর হার কমানোর খবরে আলোতে ফিরেছে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে মূলধনী মুনাফার ওপর কর হার কমানোর ঘোষণার প্রেক্ষিতে নেতিবাচক অবস্থায় থাকা উভয় শেয়ারবাজার বড় চাঙ্গাভাব নিয়ে ঘুরে দাঁড়িয়েছে।

এদিন দিনভর যেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২০ পয়েন্টের নিচে কমে লেনদেন হচ্ছিল, কর হার কমানোর খবরে ডিএসইর সূচক প্রায় ৭৪ পয়েন্ট বেড়ে লেনদেন হতে দেখা যায়। তবে শেষ বেলায় অ্যাডজাস্টমেন্টের কারণে সূচকের উত্থান স্থির হয় ৬১ পয়েন্টে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন সামান্য ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই আগের দিনের বিবর্ণ অবস্থার দিকে টার্ন নেয় উভয় বাজার। তারপর কৃত্রিম বাই প্রেসার দেখা যাওয়ায় বেলা ১১টার পর ডিএসইর সূচক প্রায় ২৯ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সোয়া ১১টায় আবারও বাজার নেতিবাচক অবস্থার দিকে মোড় নেয়।

এরপর টানা পতনে থাকার পর ১২টায় ডিএসইর সূচক প্রায় ২০ পয়েন্ট নিচে নেমে যায়। যা দুপুর ১টা অবধি অব্যাহত থাকে।

দুপুর ১টার পর বাজারে মূলধনী মুনাফার ওপর কর হার কমানোর খবরটি আসে। শেয়ারনিউজ-সহ কয়েকটি নিউজ পোর্টাল খবরটি ফলাও করে প্রচার করে। তখন দেখা যায় নেতিবাচক অবস্থানে থাকার বাজার ক্রমাগত ইতিবাচক অবস্থার দিনে টার্ন নেয়। এক পর্যায়ে ডিএসইর সূচক আগের দিনের চেয়ে প্রায় ৭৪ পয়েন্ট লেনদেন হয়।

তবে শেষ বেলায় অ্যাডজাস্টমেন্টের কারণে উত্থান প্রবণতা স্থির হয় ৬১ পয়েন্টে। শেষ বেলায় প্রায় দুই ডজনের বেশি কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের কেনার চাপ থাকায় সেগুলো বিক্রেতা সংকটের সম্মুখীন হয়।

সোমবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৬১.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ‘ডিএসই ৩০’ ২২ পয়েন্ট বেড়েছে। আর ‘ডিএসই এস’ সূচক বেড়েছে ১৫ পয়েন্ট।

আজ ডিএসইতে ৫৬৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৩৬ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫৭টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে