ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

জিপি-রবির অতিরিক্ত স্পেকট্রাম কেনার প্রথম কিস্তি পরিশোধ

২০২৪ নভেম্বর ০৩ ১৮:২২:৩৮
জিপি-রবির অতিরিক্ত স্পেকট্রাম কেনার প্রথম কিস্তি পরিশোধ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড (জিপি) এবং রবি আজিয়াটা পিএলসির পরিচালনা পর্ষদ অতিরিক্ত স্পেকট্রাম অধিগ্রহণের জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) প্রথম কিস্তির নির্ধারিত অর্থ পরিশোধ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গ্রামীণফোন ২৬০০ মেগাহার্টজ ব্যান্ড থেকে ২০ মেগাহার্টজ অতিরিক্ত স্পেকট্রাম অধিগ্রহণ করবে। এই স্পেকট্রাম অধিগ্রহণ সারাদেশে এলটিই নেটওয়ার্ক উন্নত করার জন্য কোম্পানির প্রতিশ্রুতি প্রদর্শন করে। স্পেকট্রামের জন্য অর্থ প্রদানের পরিকল্পনায় চার বছর মেয়াদে চারটি কিস্তি অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, রবি আজিয়াটা ২.৬০ গিগাহার্টজ ব্যান্ডে ২০ মেগাহার্টজ অতিরিক্ত স্পেকট্রাম অধিগ্রহণ করবে।

তালিকাভুক্ত কোম্পানি দুটি ২০ মেগাহার্টজ করে মোট ৪০ মেগাহার্টজ অতিরিক্ত স্পেকট্রাম অধিগ্রহণের জন্য গত ৩১ অক্টোবর বিটিআরসি নির্ধারিত অর্থ প্রদানের প্রথম কিস্তি যথাযথভাবে পরিশোধ করেছে।

এই স্পেকট্রামটি ২০২৫ সালের ১ জুলাই থেকে চালু হওয়ার কথা রয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে