ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সৌদির কাছে ৪৪০ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

২০২৪ অক্টোবর ২৫ ১৪:৪৫:১৮
সৌদির কাছে ৪৪০ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের কাছে ৪৪০ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়াহ।

এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, ‘উপসাগরে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য সৌদি আরবকে সাহায্য করার মাধ্যমে এই বিক্রয় মার্কিন পররাষ্ট্র নীতির লক্ষ্য এবং জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যগুলোকে সমর্থন করবে’।

মধ্যপ্রাচ্যে যখন প্রচণ্ড সামরিক উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় ভয়াবহ যুদ্ধ শুরুর আশংকা করা হচ্ছে, তখন সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন করে এসব ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে।

৭ অক্টোবর সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সৌদি আরবের প্রতিরক্ষার প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রস্তাবিত ক্ষেপণাস্ত্র বিক্রি সৌদি আরবের প্রতিরক্ষার শক্তি বৃদ্ধি করে বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবেলার ক্ষমতাকে উন্নত করবে। সৌদি আরবের সশস্ত্র বাহিনীতে এই সরঞ্জাম ব্যবহার এবং পরিচালনায় কোন অসুবিধা হবে না’।

তারিক/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে