ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

দেশের ঝুঁকি মোকাবিলায় বিশ্বব্যাংকের ২৫ কোটি ডলার অনুদান

২০২৪ অক্টোবর ২৪ ১৮:৫৬:০৩
দেশের ঝুঁকি মোকাবিলায় বিশ্বব্যাংকের ২৫ কোটি ডলার অনুদান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে আপৎকালীন ঝুঁকি মোকাবিলায় বিশ্বব্যাংক এককালীন ২৫ কোটি ডলার অনুদান দেবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তবে জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস (জিএসপি) সুবিধার বিষয়ে মার্কিন সরকার আরও সময় নেবে বলেও জানান তিনি।

স্থানীয় সময় বুধবার (২৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মার্কিন স্টেট প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনার বিষয়ে তিনি বলেন, শ্রমিক ও সব কারখানার কর্মপরিবেশ নির্ধারিত মানে উন্নীত না হওয়ায় আপাতত যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা পাচ্ছে না বাংলাদেশ।

তিনি জানান, দুই শতাধিক সবুজ কারখানা থাকলেও জিএসপি সুবিধার বিষয়ে আরও সময় নেবে যুক্তরাষ্ট্র। চলতি বছরের আগস্টের শেষ থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে জনজীবন হয়ে ওঠে দুর্বিষহ। বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠে। এছাড়া বিশেষ প্রভাব পড়ে যোগাযোগব্যবস্থায়।

এ প্রেক্ষাপটে গ্রামীণ জীবনমান স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়াচ্ছে বিশ্বব্যাংক।

একদিকে ঋণ প্রদান, অন্যদিকে আর্থিক সহায়তা কিংবা অনুদান সংকট উত্তোরণের পথে উন্নয়ন সহযোগীদের এসব বিশেষ সহায়তা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন সোপান রচনা করবে বলেই মনে করেছেন সরকারের প্রতিনিধিরা।

মিজান/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে