ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বাজারের পতনে ভূমিকা রেখেছে ৯ কোম্পানি

২০২৪ অক্টোবর ২৩ ১৫:৫৪:৩৫
বাজারের পতনে ভূমিকা রেখেছে ৯ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : দুই দিন উত্থানের পর বুধবার (২৩ অক্টোবর) আবার বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩০৬টির দর কমেছে। এতোগুলোর কোম্পানির দর কমার ফলেই বড় পতন হয়েছে শেয়ারবাজারে। আর শেয়ারবাজারে বড় পতনে ৯ কোম্পানির ছিল সক্রিয় ভূমিকা।

জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ৭১.৯৮ পয়েন্ট কমেছে। এর মধ্যে ৯ কোম্পানির মাধ্যমে কমেছে ২৭.৩১ পয়েন্ট। যা মোট সূচকের ৩৮ শতাংশ।

কোম্পানিগুলো হলো: ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিকন ফার্মা, সিঙ্গার বিডি, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো ফার্মা এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল।

ব্র্যাক ব্যাংক

আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৮ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৪৭ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা ৩০ পয়সা বা ২.৬৬ শতাংশ কমেছে। শেয়ার দর কমার কারণে কোম্পানিটির সূচক কমেছে ৫.১০ পয়েন্ট। বাজারের বড় পতনে কোম্পানিটি সর্বোচ্চ ভূমিকা রেখেছে।

গ্রামীণফোন

আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩০ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৩২২ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৮ টাকা ৪০ পয়সা বা ২.৫৪ শতাংশ কমেছে। শেয়ার দর কমার কারণে কোম্পানিটির সূচক কমেছে ৪.৬৮ পয়েন্ট। এর ফলে বাজারের বড় পতনে কোম্পানিটি দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে।

বৃটিশ আমেরিকান ট্যোবাকো

আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬৯ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৩৬১ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৭ টাকা ৩০ পয়সা বা ১.৯৮ শতাংশ কমেছে। শেয়ার দর কমার কারণে কোম্পানিটির সূচক কমেছে ৪.৪০ পয়েন্ট। এর ফলে বাজারের বড় পতনে কোম্পানিটি তৃতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে।

আজ বাজারের বড় পতনে অন্য যেসব কোম্পানি ভূমিকা রেখেছে সেগুলোর মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২.৯৪ পয়েন্ট, বিকন ফার্মার ২.২৯ পয়েন্ট, সিঙ্গারবিডির ২.১০ পয়েন্ট, বিএসআরএম লিমিটেডের ২.০২ পয়েন্ট, বেক্সিমকো ফার্মার ১.৯৩ পয়েন্ট এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের সূচক ১.৮৫ পয়েন্ট কমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, যখন তিন শতাধিক কোম্পানির শেয়ার দর কমে যায় তখন বুঝতে হবে শেয়ার দর বেড়েছে অল্প সংখ্যক কোম্পানির। এতো গুলো কোম্পানির শেয়ার দর কমে গেলে সূচকেও তার নেতিবাচক প্রভাব পড়বে এটাই স্বাভাবিক। মূলত বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা তৈরি হচ্ছে না। যতদিন না আস্থার জায়গা তৈরি হবে ততদিন বাজারের ইতিবাচক প্রবণতা আশা করা যায় না। তাই বাজার সংশ্লিষ্টদের উচিত যেভাবেই সম্ভব বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার জায়গা তৈরি করা।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে