ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

চার খাতে বেড়েছে শতভাগ কোম্পানির শেয়ারদর

২০২৪ অক্টোবর ২২ ১৫:৫৭:৪০
চার খাতে বেড়েছে শতভাগ কোম্পানির শেয়ারদর

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার (২২ অক্টোবর) বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে সব খাতের কোম্পানির শেয়ার দর বেড়েছে। তবে চার খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে এদিন।

খাত চারটি হলো : সিরামিক খাত, বিদ্যুৎ ও জ্বালানি খাত, পেপার ও প্রিন্টিং খাত এবং সেবা ও আবাসন খাত।

সিরামিক খাত

সিরামিক খাতে ৫টি কোম্পানি রয়েছে। সবগুলোর শেয়ার দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মুন্নু সিরামিকের। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বেড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১ টাকা ৪০ পয়সা বেড়েছে স্ট্যান্ডার্ড সিরামিকের এবং তৃতীয় সর্বোচ্চ ৫০ পয়সা করে শেয়ার দর বেড়েছে ফু-ওয়াং সিরামিকের ও শাইনপুকুর সিরামিকের।

বিদ্যুৎ ও জ্বালানি খাত

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২৩ টি কোম্পানি রয়েছে। সবগুলো কোম্পানির শেয়ার দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে ইস্টার্ন লুব্রিকেন্টসের। কোম্পানিটির শেয়ার দর ২৬ টাকা ১০ পয়সা বেড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ টাকা ১০ পয়সা বেড়েছে লিনডেবিডির এবং তৃতীয় সর্বোচ্চ ৪ টাকা ৯০ পয়সা বেড়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের।

পেপার ও প্রিন্টিং

পেপার ও প্রিন্টিং খাতে ৬টি কোম্পানি রয়েছে। সবগুলো কোম্পানির শেয়ার দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সর্বোচ্চ ৪ টাকা ৩০ পয়সা বেড়েছে পেপার প্রসেসিংয়ের। দ্বিতীয় সর্বোচ্চ ২ টাকা ৪০ পয়সা বেড়েছে হাক্কানি পাল্পের এবং তৃতীয় সর্বোচ্চ ১ টাকা ৭০ পয়সা বেড়েছে সোনালী পেপারের।

সেবা ও আবাসন খাত

সেবা ও আবাসন খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ টাকা বেড়েছে শমরিতা হসপিটালের। দ্বিতীয় সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা বেড়েছে ইস্টার্ন হাউজিংয়ের এবং তৃতীয় সর্বোচ্চ ৪০ পয়সা করে বেড়েছে সাইফ পাওয়ারটেকের ও সামিট এলায়েন্স পোর্টের।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে