ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

কারসাজিকারীদের সেল প্রেসারে শেয়ারবাজারের বেহাল দশা

২০২৪ অক্টোবর ২০ ১৫:২৬:২৭
কারসাজিকারীদের সেল প্রেসারে শেয়ারবাজারের বেহাল দশা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ার কারসাজিকারীদের বিরুদ্ধে শাস্তি আরোপে যতই কঠোর হচ্ছে, কারসাজিকারীরা ততো বেশি শক্তিমত্তা নিয়ে নিয়ন্ত্রক সংস্থাকে চাপে রাখতে আবির্ভূত হচ্ছে। যে কারণে বিনা কারণে অস্বাভাবিক সেল প্রেসারে শেয়ারবাজার আজ বেহাল দশায় রূপ নিয়েছে।

বাজার সংশ্লিষ্টরা অভিযোগ করছেন, শেয়ারবাজারে কারসাজিকারীরা সবাই আওয়ামী ঘরোনার। তাদের হাত অনেক বেশি লম্বা ও শক্তিশালী। বিভিন্ন প্রতিষ্ঠানে ও ব্রোকারেজ হাউজে তাদের প্রেতাত্মারা বসে আছে। তাদের পক্ষ হয়ে তারাও অন্তবর্তী সরকারের নিয়োগ দেওয়া কমিশনকে অকার্যকর করতে উঠেপড়ে লেগেছে।

গত ৭ অক্টোবর শেয়ারবাজারের আলোচিত কারসাজিকারী আবুল খায়ের হিরু ও ক্রিকেটার সাকিব আল হাসানসহ তাঁর সিন্ডিকেটের কারসাজির তথ্য অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছে বিএসইসি। চিঠি পাঠানো খবরটি আজ শেয়ারনিউজসহ কয়েকটি নিউজ পোর্টালে প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতে টানা পতনে থাকা শেয়ারবাজারের আজ আরও বেহাল দশা দেখা দিয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের পতন প্রায় সেঞ্চুরি ছুঁয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শেয়ারবাজারের মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। খুঁজে বের করতে হতে কোন কোন প্রতিষ্ঠান ও ব্রোকারেজ হাউজ থেকে অস্বাভাবিক সেল প্রেসার আসছে। তা না হলে কারসাজিকারীরা শেয়ারবাজারকে আরও বিপর্যস্ত করে তুলবে।

রোববারের বাজার পর্যালোচনা

আজ (২০ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৭.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ১৮.৫৬ পয়েন্ট কমে ১ হাজার ১৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩৪.১৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৩৬২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিলো ৩০৬ কোটি ৮৯ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৩৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে