ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

দুই ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগকারীদের অনাগ্রহ বেশি

২০২৪ অক্টোবর ১৭ ১৫:৪৩:২৭
দুই ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগকারীদের অনাগ্রহ বেশি

নিজস্ব প্রতিবেদক ; অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও (১৭ অক্টোবর) বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় তিনশত কোম্পানির শেয়ার দর কমেছে। এসব কোম্পানির ‘এ’ এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ বেশি দেখা গেছে।

‘এ’ ক্যাটারির কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, তমিজউদ্দিন টেক্সটাইল, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যার, সাইফ পাওয়ারটেক, ডেসকো এবং ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক। আর ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আনলিমা ইয়ার্ন, আরএসআরএম স্টিল, নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং, দুলামিয়া কটন, খুলনা পাওয়ার এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্স।

কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ‘এ’ ক্যাটাগরির বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৯ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৭০ টাকা বা ৮.২৬ শতাংশ কমে হয় ৬৩ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ ‘এ’ ক্যাটাগরির এই শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

বিনিয়োগকারীদের দ্বিতীয় সর্বোচ্চ অনাগ্রহ ছিল ‘এ’ ক্যাটাগরির নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি। আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল ৩৩ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৭০ পয়সা বা ৮.১৮ শতাংশ কমে হয় ৩০ টাকা ৩০ পয়সায়।

বিনিয়োগকারীদের তৃতীয় সর্বোচ্চ অনাগ্রহ ছিল বীমা খাতের অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ারে। আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল ২৫ টাকা ৫০ পয়সা। আজ শেয়ারটির দর ২ টাকা কমে ২৩ টাকা ৫০ পয়সা হয়।

‘এ’ ক্যাটাগরির অন্য কোম্পানির মধ্যে তমিজউদ্দিন টেক্সটাইলের ৮ টাকা ৪০ পয়সা বা ৬.৬১ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২ টাকা ২০ পয়সা বা ৬.০১ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৭ টাকা ৪০ পয়সা বা ৫.৭৩ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৮০ পয়সা বা ৫.৪৮ শতাংশ, ডেসকোর ১ টাকা ২০ পয়সা বা ৫.৪১ শতাংশ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার দর ৪০ পয়সা বা ৫.৪১ শতাংশ কমেছে।

‘জেড’ ক্যাটাগরির যেসব কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি অনাগ্রহ ছিল সেগুলোর মধ্যে আনলিমা ইয়ার্নের ১ টাকা ৮০ পয়সা বা ৬.৭৭ শতাংশ, আরএসআরএম স্টিলেরৈ ৭০ পয়সা বা ৬.৭৩ শতাংশ, নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিংয়ের ৮ টাকা ৩০ পয়সা বা ৬.৩৯ শতাংশ, দুলামিয়া কটনের ৪ টাকা ১০ পয়সা বা ৬.২৯ শতাংশ, খুলনা পাওয়ারের ৬০ পয়সা বা ৫.৫০ শতাংশ এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১ টাকা বা ৫.৪৩ শতাংশ কমেছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে