ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

দর অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্ক বার্তা

২০২৪ অক্টোবর ১৬ ১২:৪২:৩৮
দর অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্ক বার্তা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশনের (বিআইএফসি) শেয়ারদর অস্বাভাবিকভাভে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানির পক্ষ থেকে ১৫ অক্টোবর জানানো হয় যে, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ৭ টাকা ২০ পয়সা। আর গত ১৫ অক্টোবর শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকায়। অর্থাৎ ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে