ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সর্বনিম্ন দামেও ক্রেতা নেই দুই কোম্পানির

২০২৪ অক্টোবর ১৫ ১৭:২৯:৫৮
সর্বনিম্ন দামেও ক্রেতা নেই দুই কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : সোমবারের মতো মঙ্গলবারও (১৫ অক্টোবর) পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আড়াই শতাধিকের শেয়ার দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ২টি কোম্পানির শেয়ার ছাড়াতে আগ্রহ দেখা গেলেও সর্বনিম্ন দামেও তা কিনতে আগ্রহ দেখায়নি কেউ। দুই কোম্পানির শেয়ার ক্রেতা শূন্য হয়ে পড়ে।

কোম্পানি দুইটি হলো : গ্লোবাল হেভি কেমিক্যাল এবং ন্যাশনাল টি।

গ্লোবাল হেভি কেমিক্যাল

আগের দিন গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪ টাকা ৮০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার ২২ টাকা ৪০ পয়সায় লেনদনে শুরু হয়। সর্বশেষ শেয়ারটির ক্লোজিং দর হয় ২২ টাকা ৪০ পয়সায়। আজ শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৬৮ শতাংশ কমেছে। শেয়ারটির লেনদেন শুরু হলে কিছুক্ষণ পরই ক্রেতা হারিয়ে যায়। যা লেনদেনের পরবর্তী সময় আর ফিরে আসেনি।

আজ লেনদেন শুরু কিছুসময় পরই কোম্পানিটির কেরানীগঞ্জের হাসনাবাদে অবস্থিত কারখানার উৎপাদন বন্ধের খবর প্রকাশ হয়। এরপরেই কোম্পানিটির শেয়ার বিক্রির জন্য আগ্রহ দেখাতে থাকে বিনিয়োগকারীরা। তবে শেয়ারটি কেনার জন্য বিনিয়োগকারীরা অনীহা দেখায়। সর্বনিম্ন দামেও শেয়ারটি কিনতে চাইনি বিনিয়োগকারীরা।

ন্যাশনাল টি

আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল ২৪৬ টাকা ২০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয় ২৩০ টাকা ১০ পয়সা। আর লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২২৪ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ২১ টাকা ৫০ পয়সা বা ৬.৭৩ শতাংশ কমেছে। লেনদেন শুরুর কিছুক্ষণ পরই শেয়ারটি থেকে ক্রেতা হারাতে থাকে। লেনদেনের শেষ পর্যন্ত শেয়ারটিতে আর ক্রেতা ফিরে আসেনি।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে