ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

জুলাই আন্দোলনের পক্ষের কারোর বিরুদ্ধে মামলা নয়

২০২৪ অক্টোবর ১৪ ১৪:২২:৪১
জুলাই আন্দোলনের পক্ষের কারোর বিরুদ্ধে মামলা নয়

নিজস্ব প্রতিবেদক : যারা এই আন্দোলনের পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না। সোমবার (১৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের জন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কোনো ধরনের মামলা দায়ের, গ্রেপ্তার বা হয়রানির পদক্ষেপ নেওয়া হবে না। এটি ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন এবং স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আন্দোলন হিসেবে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, '৫ আগস্টের পর এই আন্দোলনের সাফল্যের ফলে স্বৈরাচারী সরকারের পতন ঘটে, যা আমাদের বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার পথে নবযাত্রার সূচনা করে। যারা এই আন্দোলনের পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।'

এছাড়া মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যেন কোনো ধরনের ভুল তথ্য বা অভিযোগের ভিত্তিতে কারও ওপর অন্যায়ভাবে পদক্ষেপ না নেয়া হয়।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে