ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

২০২৪ অক্টোবর ১৪ ০৯:২৫:১১
সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক : সাগরে নতুন করে আরেকটি লঘুচাপ সৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায়।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম অঞ্চল ব্যতিত বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অবশিষ্ঠাংশ থেকে বিদায় নিতে পারে। তবে পরবর্তী ৪৮ ঘণ্টার মদ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরো জানিয়েছে, দেশের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর রাতের তামপাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে