ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

আর নির্বাচন না করার ঘোষণা অলি আহমদের

২০২৪ অক্টোবর ১৪ ০৭:২৭:১৯
আর নির্বাচন না করার ঘোষণা অলি আহমদের

নিজস্ব প্রতিবেদক : বর্ষীয়ান রাজনীতিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম জাতীয় সংসদ নির্বাচনে আর অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন ।

চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নের বণিকপাড়া পূজামণ্ডপে শনিবার (১২ অক্টোবর) রাতে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই ঘোষণা দেন।

তবে কর্নেল (অব.) অলি আহমদ নির্বাচন থেকে অবসর গ্রহণ করলেও তার স্থলে ছেলেকে মনোনীতি করেছেন। এই বিষয়ে তিনি জানান, ‘নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আজ আমি আপনাদের সামনে আমার ছেলেকে নিয়ে এসেছি। সে আমেরিকা-লন্ডনে লেখাপড়া করেছে। তাকে আপনাদের জন্যই গড়ে তুলেছি। ২০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে। তার স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।’

কর্নেল (অব.) অলি আহমদ তার নির্বাচনি এলাকা চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়ার আংশিক) আসনে দলীয় প্রার্থী হিসেবে ছেলে অধ্যাপক ওমর ফারুক সানিকে পরিচয় করিয়ে দেন। সানি এলডিপির প্রেসিডিয়াম সদস্য। অলি আহমদ বণিকপাড়া ছাড়াও উপজেলার যেসব মণ্ডপে যান, সেখানে ছেলেকে প্রার্থী হিসেবে তুলে ধরেন।

বিভিন্ন পূজামন্ডপে শুভেচ্ছা বিনিময়ের সময় ছেলেকে দেখিয়ে অলি আহমদ বলেন, ‘আপনাদের চিন্তা হচ্ছে, আমার স্থলাভিষিক্ত কে হবে? আপনাদের ছায়া দেবে কে? সে (ছেলে) আপনাদের খেদমত করবে। আমিও যতদিন বেঁচে থাকব, আপনাদের ছেড়ে যাব না।’

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘সঠিক সময়ে দায়িত্ব হস্তান্তর করা উত্তম। এর মধ্যে সে ভুল করলে আমি ঠিক করে দিতে পারব। সুখে-দুঃখে আপনাদের পাশে থাকার দায়িত্ব আমি আমার ছেলের ওপর অর্পণ করলাম।’

প্রসঙ্গত, অলি আহমদ বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য ছিলেন। তিনি দায়িত্ব পালন করেছেন যোগাযোগ মন্ত্রণালয়েও। ২০০৬ সালে বিএনপি ছেড়ে গঠন করেন এলডিপি।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে