ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

বিচারকরাও আমলাদের মতো গাড়ি চান

২০২৪ অক্টোবর ১৩ ২১:২৪:০০
বিচারকরাও আমলাদের মতো গাড়ি চান

নিজস্ব প্রতিবেদক : বিচারকরাও আমলাদের মতো সুদমুক্ত ঋণে ব্যক্তিগত গাড়ি কিনতে চান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের গাড়ি কেনার নীতিমালার অনুমোদনও দিয়ে গেছেন।

এখন অর্থ বিভাগের অনুমতি পেলেই গাড়ি কেনা শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নীতিমালার খসড়ায় বলা হয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং চাকরিকাল ১৩ বছর পূর্ণ হয়েছে এমন যুগ্ম জেলা জজ পর্যায়ের কর্মকর্তারা ব্যক্তিগত গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ ও গাড়ি সেবা নগদায়ন সুবিধা পাবেন।

ঋণের টাকায় ১৫০০ থেকে ২০০০ সিসি মডেলের গাড়ি কেনা যাবে। ২০২০ সালে জারীকৃত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ ও গাড়ি সেবা নগদায়ন নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের সুদমুক্ত ঋণ ও গাড়ি সেবা নগদায়ন নীতিমালা-২০২৩’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে।

ব্যয় সাশ্রয়ের যুক্তি দেখিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে যুগ্ম সচিব থেকে শুরু করে ওপরের পদের কর্মকর্তাদের প্রাধিকারপ্রাপ্ত হিসেবে ২০১১ সালে সুদমুক্ত গাড়ির ঋণ চালু করে আওয়ামী লীগ সরকার।

এরপর ২০১৭ সাল থেকে উপসচিবরা এ ঋণ পাচ্ছেন। এ সিদ্ধান্তের ফলে সরকারের ব্যয় যেমন বেড়েছে, তেমনি অন্যান্য ক্যাডারের সঙ্গে প্রশাসন ক্যাডারের দূরত্ব বেড়ে গেছে। বর্তমানে প্রশাসনে কর্মরত উপসচিবদের সবাই পঞ্চম গ্রেডের কর্মকর্তা। এরপর অন্যান্য ক্যাডারের কর্মকর্তাসহ পঞ্চম গ্রেডের প্রায় সব কর্মকর্তা সুদমুক্ত গাড়ির ঋণের জন্য আন্দোলন ও তদবির শুরু করেন।

তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাঁরা সরাসরি যেতে পেরেছেন, তাঁরা এ সুবিধা পেয়ে গেছেন।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে