ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

সেনা-র‌্যাবের পোশাক পরে ডাকাতি

গ্রেপ্তার ৮ জনের ৫ জনই বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য

২০২৪ অক্টোবর ১৩ ১৮:৫৬:৩৭
গ্রেপ্তার ৮ জনের ৫ জনই বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ীর বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, তাদের মধ্যে এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে ডাকাতির ঘটনায় লুটকৃত সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) বিকালে তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিনজন সাধারণ মানুষ। তাদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট ও আংটি জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, যৌথ বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতেরা বাসায় ঢুকে ডাকাতি করে। এ সময় ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি সোনা লুট করা হয়। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ব্যবসায়ী আবু বকর বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। আবু বকর জমি ও ইট-বালু কেনাবেচার ব্যবসা করেন।

মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে মূলত যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, অনেক নাটক আছে শুনেছি। তবে, থানা পুলিশের কাছে এখন পর্যন্ত একজনকেও সোপর্দ করা হয়নি।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে