ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

‘ছাত্ররা কেন রাজনীতিতে আসবে, সচিবালয়ে ঘোরাফেরা করবে’

২০২৪ অক্টোবর ১৩ ১৫:৪৭:০৩
‘ছাত্ররা কেন রাজনীতিতে আসবে, সচিবালয়ে ঘোরাফেরা করবে’

নিজস্ব প্রতিবেদক : ছাত্রদের মাথার মুকুট মনে করে বিএনপি, কিন্তু সেটা মুকুটের মতো থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ছাত্ররা কেন রাজনীতিতে আসবে, সচিবালয়ে ঘোরাফেরা করবে।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘ছাত্রদের মাথার মুকুট মনে করে বিএনপি। কিন্তু সেটা মুকুটের মতো থাকতে হবে। ছাত্ররা কেন রাজনীতিতে আসবে, সচিবালয়ে ঘোরাফেরা করবে। বৈষম্যের আড়ালে আরেকটা বৈষম্য সৃষ্টি হলে তার মাশুল কীভাবে দিতে হবে, তা আগাম বলা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে। আমরা আপনাদের সর্বাত্মক সহায়তা করবো। এই মুহূর্তে নির্বাচন হলে ৯০ শতাংশ মানুষ ভোটে উপস্থিত হবে। ১৬ বছর ধরে জাতি অপেক্ষা করছে। তাই আপনারা জাতির সামনে পরিষ্কার করুন, কতদিনে নির্বাচন দেবেন।’

এসময় জাতির সামনে নির্বাচন কবে হবে সেটা প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান গয়েশ্বর।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে