ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

আলোর দেখা পায় না মন্ত্রণালয়ে দায়ের করা অভিযোগ

২০২৪ অক্টোবর ১৩ ১২:৫৬:০৫
আলোর দেখা পায় না মন্ত্রণালয়ে দায়ের করা অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন কারণে মন্ত্রণালয়গুলোতে দায়ের করা অভিযোগগুলো আলোর দেখা পাচ্ছে না। সংশ্লিষ্টদের অভিযোগ তথ্যপ্রমাণ জমা দেওয়ার পরও এ নিয়ে তদন্তের আবেদন আলোর দেখা পাচ্ছে না।

অনুসন্ধানে জানা গেছে, মন্ত্রণালয়ে এমন হাজারও অভিযোগ জমা পড়েছে। মন্ত্রণালয়ে জমা পড়া অভিযোগ জমা পড়া পর্যন্তই সীমাবদ্ধ। অভিযোগের বিষয়ে তেমন কোনো অগ্রগতি খুজে পাচ্ছেন না অভিযোগকারীরা। আবেদনটি কোন পর্যায়ে রয়েছে সে সম্পর্কেও কিছু জানতে পারেন না অধিকাংশ অভিযোগকারী।

জানা যায়, গত ২৫ আগস্ট মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করেন আব্দুল মালেক। এক্ষেত্রে আব্দুল মালেক তথ্যপ্রমাণও জমা দিয়েছেন অভিযোগের সাথে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী কালাম মুহাম্মদ শিক্ষা মন্ত্রণালয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ শেয়ার দেওয়া নিয়ে মুচলেকা ও বহিষ্কারের হুমকি প্রসঙ্গে তিনি অভিযোগ দেন। ২০২৩ সালের ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ করেন ওই শিক্ষার্থী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক হিসাবরক্ষণ কর্মকর্তার অবৈধ সম্পদের তথ্য দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তদন্তের আবেদন করেন এক ভুক্তভোগী। এক মাস আগে নড়াইলের কালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুনু সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তদন্তের আবেদন করেন স্থানীয়রা। কিন্তু এসব অভিযোগের বিষয়ে কিছুই জানতে পারেনি অভিযোগকারীরা বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের কাছে এ বিষয়ে জানিয়ে কোন পত্রও পাঠানো হয়নি কখনো।

অভিযোগ তদন্তের গতি নিয়ে হতাশ প্রকাশ করেছেন মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মন্ত্রণালয়ে করা অধিকাংশ অভিযোগই কাগজে থেকে যায়। অভিযোগ গ্রহণ করার পর এর কোনো অগ্রগতি চোখে পড়ে না। অনেকে আবার অভিযোগ জমা দেওয়ার পর মন্ত্রণালয়ে আসতে পারেন না। নিয়মিত খোঁজখবর নিতে পারেন না। ফলে তাদের অভিযোগ আর গতি পায় না।

এ বিষয়ে সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় সচিব ড. প্রশান্ত কুমার রায় বলেন, মন্ত্রণালয় তো নবাবি হালে চলে। আমি দায়িত্ব পালনকালে এ বিষয়ে একটি উদ্যোগ নিয়েছিলাম। অনেকেই কষ্ট করে মন্ত্রণালয়ে এসে অভিযোগ দেন। আর আমরা সেটা যথাযথভাবে আমলে নেই না। অবশ্যই তদন্ত আবেদনের গতিবিধি অভিযোগকারীদের জানানো উচিত।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ বলেন, বিষয়টা অবশ্যই প্রাসঙ্গিক। আমি এ বিষয়ে খোঁজখবর নেব। মানুষ যেসব আবেদন করেন, অবশ্যই এর জবাব দেওয়া উচিত।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে