ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

দুই বছরের মধ্যে সর্বনিম্ন দামে সাত শেয়ার

২০২৪ অক্টোবর ১৩ ১১:২০:২৯
দুই বছরের মধ্যে সর্বনিম্ন দামে সাত শেয়ার

নিজস্ব প্রতিবেদক: গত দুই বছরের বেশি সময় যাবত দেশের শেয়ারবাজার মন্দা প্রবণতার বৃত্তে আটকে রয়েছে। এ সময়ে হাজার হাজার বিনিয়োগকারী নিঃস্ব হয়ে খালি হাতে বাড়ী ফিরে গেছেন। যারা রয়েছেন, তারাও বড় লোকসানের মধ্যে হাঁসফাঁস করছেন।

আলোচ্য দুই বছরের মধ্যে তালিকাভুক্ত ৪২১টি প্রতিষ্ঠানের মধ্যে সিংহভাগ প্রতিষ্ঠানের দামই এখন তলানিতে রয়েছে। এরমধ্যে ৭টি কোম্পানির দাম গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন দামে লেনদেন হচ্ছে। এছাড়া, আরও অন্তত চার ডজন কোম্পানির শেয়ার সর্বনিম্ন দামের কিনারে লেনদেন হচ্ছে। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

যে সাত কোম্পানির শেয়ার গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন দামে লেনদেন হচ্ছে, সেগুলো হলো-চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা পেট, এমএল ডাইং, পিপলস লিজিং-পিএলএফএস, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, রানার অটো ও উত্তরা ফাইন্যান্স।

কোম্পানিগুলোর মধ্যে চার্টার্ড লাইফ, এমএল ডাইং ও মেঘনা লাইফ ‘বি’ ক্যাটাগরির শেয়ার।

অন্যদিকে, মেঘনা পেট, পিপলস লিজিং-পিএলএফএস, প্রাইম লাইফ, রানার অটো ও উত্তরা ফাইন্যান্স ‘জেড’ক্যাটাগরির শেয়ার। এরমধ্যে রানার অটো বিদায়ী সপ্তাহে ‘জেড’ক্যাটাগরিতে যুক্ত হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ শেয়ার গত দুই বছরের সর্বোচ্চ দামের দুই-তিন ভাগ কমে বর্তমানে লেনদেন হচ্ছে। এরমধ্যে বেশি দাম কমেছে রানার অটো, উত্তরা ফাইন্যান্স ও এমএল ডাইংয়ের।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে