ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের বাণী

২০২৪ অক্টোবর ১২ ১৪:১৯:১১
দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের বাণী

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। শনিবার (১২ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্সে তিনি একটি পোস্ট করেন।

পোস্টে তারেক রহমান বলেন, আমি বিশ্বাস করি, প্রতিটি বাংলাদেশি নাগরিকের সমান অধিকার, স্বাধীনতা এবং সুরক্ষা ভোগ করার অধিকার থাকা উচিত— যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলে কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের দেশ সব বাংলাদেশিদের এবং একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা সবাই মিলে একটি ‘সমাজের ঢাল’ গঠন করতে সক্ষম। যেখানে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাদের পরিচয় বা পটভূমি যাই হোক না কেন।

তিনি লিখেন, এই শুভ দুর্গাপূজা উদযাপনে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই উৎসব যেন প্রতিটি ঘরে শান্তি, সৌহার্দ্য ও সমৃদ্ধি বয়ে আনে এবং সব সম্প্রদায়ের মধ্যে মিল ও ঐক্যকে আরও সুদৃঢ় হয়ে ওঠে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে