ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

দুই বছরের মধ্যে সর্বোচ্চ দামে দুই শেয়ার

২০২৪ অক্টোবর ১২ ১২:৪৩:৪৭
দুই বছরের মধ্যে সর্বোচ্চ দামে দুই শেয়ার

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪২১টি প্রতিষ্ঠানের মধ্যে গত দুই বছরের মধ্যে ২টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। কোম্পানি দুটি হলো-অগ্নি সিস্টেম ও মিডল্যান্ড ব্যাংক। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

অগ্নি সিস্টেম

বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবস বুধবার অগ্নি সিস্টেমের ক্লোজিং দর হয়েছে ৪১ টাকা ২০ পয়সায়। এদিন কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে। এদিন শেয়ারটি লেনদেন হয়েছে ৭৯ লাখ ৪১ হাজার ৪৪৯টি শেয়ার। যার বাজার মূল্য ছিল ৩১ কোটি ৬৪ লাখ ৩৫ হাজার টাকা। সর্বশেষ শেয়ারটির দর ছিল গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।

দুই বছরের অগ্নি সিস্টেমের শেয়ারদর

সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরের প্রথম নয় মাসে বা তিন প্রান্তিকে অগ্নি সিস্টেমের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯৬ পয়সা।

সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪.৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আলোচ্য বছরে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ১৩ পয়সা।

মিডল্যান্ড ব্যাংক

বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবস বুধবার মিডল্যান্ড ব্যাংকের ক্লোজিং দর হয়েছে ৩০ টাকা ৮০ পয়সায়। এদিন কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। এদিন শেয়ারটি লেনদেন হয়েছে ৩৭ লাখ ৯ হাজার ৮৩টি শেয়ার। যার বাজার মূল্য ছিল ১১ কোটি ৩৭ লাখ ২৩ হাজার টাকা।

দুই বছরের মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর

সর্বশেষ শেয়ারটির দর কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর সর্বোচ্চ। এটি ২০২৩ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে বা দুই প্রান্তিকে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৬ পয়সা।

২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আলোচ্য বছরে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৭৭ পয়সা।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে