ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

কিঞ্চিত মুনাফার আশায় ৯ খাতের বিনিয়োগকারীরা

২০২৪ অক্টোবর ১২ ১২:০৮:৪২
কিঞ্চিত মুনাফার আশায় ৯ খাতের বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৬ -০৯ অক্টোবর) শেয়ারবাজারে ৯ খাতের শেয়ার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। যার ফলে খাতগুলোর শেয়ারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা কিঞ্চিত মুনাফার আশা দেখেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক রিটার্নে মুনাফায় থাকা ৯ খাত হলো-তথ্যপ্রযুক্তি, আর্থিক, সিমেন্ট, খাদ্য ও আনুষঙ্গিক, ভ্রমণ ও অবকাশ, সাধারণ বিমা, পেপার ও প্রিন্টিং, মিউচ্যুয়াল ফান্ড ও টেলিযোগাযোগ খাত।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারে। এখাতে দর বেড়েছে ৪.৪০ শতাংশ।

এরপর দর বৃদ্ধি পেয়েছে আর্থিক খাতের শেয়ারে। এখাতে দর বেড়েছে ৪.১০ শতাংশ।

একই সময়ে ৩.৫০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সিরামিক খাত।

সপ্তাহের ব্যবধানে দর বৃদ্ধির অন্য ৬ খাতের মধ্যে- জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৮০ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ০.৮০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৮০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.০১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.৪০ শতাংশ এবং টেলিকমিউনিকেশন খাতে ০.২০ শতাংশ দর বেড়েছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে