ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Sharenews24

জার্মানদের কষ্টের জয়

২০২৪ অক্টোবর ১২ ১২:০১:১৪
জার্মানদের কষ্টের জয়

ক্রীড়া ডেস্ক : নেশন্স লিগে বসনিয়ার বিপক্ষে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা ২-১ গোলে জয় তুলে নিয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই একচেটিয়া খেলতে থাকে জার্মানি।

শুরুটা ভালো করলেও জার্মানি ম্যাচের ৩০তম মিনিটে প্রথম গোলের সুযোগ পায়। এই সুযোগেই এগিয়ে যায় তারা। ফ্লোরিয়ান ভিরৎজের কাটব্যাক পেয়ে নিচু শটে গোলটি করেন উন্দাভ।

গোল পেয়ে উজ্জীবিত হয়ে ওঠে জার্মানরা। ৩২তম মিনিটে আবারও আক্রমণ। তবে অফসাইডের ফাঁদে আটকে যেতে হয়। ৩৪তম নিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন উন্দাভ। বাঁ দিক থেকে ছয় গজ বক্সে ক্রস বাড়ান মাক্সিমিলিয়ান, সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের বাধা সামলে ছুটে গিয়ে ঠাণ্ডা মাথায় বলের দিক পাল্টে দেন উন্দাভ।

দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে বসনিয়া। আক্রমণের ধারায় তারা গোল আদায় করে নেয় ৭০তম মিনিটে। ব্যবধান কমান জেকো। কর্নারে উড়ে আসা বল হেডে ঠিকানায় পাঠান অভিজ্ঞ ফরোয়ার্ড। এরপর জার্মানরা রক্ষণে জোর দিলে বাকি সময়ে আর কিছু করতে পারেনি বসনিয়া।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে